শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ

রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর এবং আপনজন ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে মোগলটুলির উম্মুল ক্বোরা হিফজুল মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ, ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের সভাপতি রো. সাবিকুন নাহার সনির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক সভাপতি রোটা. পিপি আবদুল্লাহীল বাকী, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের প্রতিষ্ঠাকালীন রোটার‍্যাক্ট কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন লিটন, আপনজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাহমিনা শবনম, রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি নয়ন দেওয়ানজী।
অনুষ্ঠানে আবদুল্লাহীল বাকী বলেন, রোটারী ও রোটার‍্যাক্ট ক্লাবগুলো সবসময়ই মানবসেবার মহান ব্রত নিয়ে কাজ করে আসছে। বিশেষ করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ, তা সত্যিই প্রশংসনীয়। এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, আজকের এই নতুন কাপড় বিতরণ অনুষ্ঠান শুধু উপহার প্রদান নয়, বরং এটি ভালোবাসা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের দায়িত্ব শুধু দান করা নয়, বরং শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা। আসুন আমরা সবাই মিলে ভালোবাসা ও সহানুভূতির হাত বাড়িয়ে দিই, যাতে তারা এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে।
এ সময় আরো উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব ময়নামতির অতীত সভাপতি রো. মাসুমুল বারী কায়সার, রো. নাজমুল হুদা সোহাগ, রো. শারাফাত সেজান, রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগাং সাগরিকার অতীত সভাপতি শাখাওয়াত হোসেন রিয়াদ, রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার সদ্য অতীত সভাপতি রো. হৃদয় সাহা, রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার অতীত সভাপতি তানভীর মিশু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইঞ্জি. আশিক শিশির, রোটার‍্যাক্ট  অব কুমিল্লা মহানগরের অতীত সভাপতি পিন্টু চন্দ্র সরকার, সহ- সভাপতি রো. রাব্বি খন্দকার হৃদয়, ক্লাব সেক্রেটারি রো. আনোয়ার হোসেন সবুজ, ট্রেজারার আবদুস সালাম, রো. অরুনা আক্তার, অপূর্ব, রো. রাকিব হাসান কাব্য, রো. সজিব প্রমুখ।

inside post

-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন