‘শীতের প্রতিটি সন্ধ্যাই আমাদের চাঁদ রাত’

হাসিবুল ইসলাম সজিব।। 
বেশ কয়েক দিন ধরে বইছে হিমেল হাওয়া। পড়ছে শীত, চাহিদা বাড়ছে গরম কাপড়ের। জমজমাট হচ্ছে ফুটপাতে বসা অস্থায়ী শীতের পোশাক বিক্রির দোকান গুলোতে। দাম নাগালে থাকায় স্বস্তিতে শীতের পোশাক কিনছে স্বল্প আয়ের মানুষ গুলো।
কুমিল্লা নগরীর ইয়াসিন মার্কেট, ইপিজেড ১নং গেইট, শাসনগাছা, কান্দিরপাড়, চকবাজার ও রাজগঞ্জ ঘুরে দেখা যায়, শীত পড়াতে শীতের পোশাকের জন্য মানুষ প্রতিদিন ভিড় জমায় ফুটপাতের দোকান গুলোতে। গেঞ্জি, সোয়েটার, বেবি-স্যুট, জ্যাকেট, কোর্ট, মোজাসহ নানা রংয়ের ও ডিজাইনের শীতের পোশাক সাজিয়ে রেখেছে বিক্রেতারা।
শীতের পোশাক বিক্রতা মেজবাহ উদ্দিন বলেন, ঠান্ডা হাওয়া এবং শীত বাড়ার কারণে  বড়দের সঙ্গে ছোটদের শীতের পোশাকের চাহিদা বেড়েছে। প্রতিটি সন্ধ্যাই মনে হয় আমাদের চাঁদ রাত।
বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, শীতের পোশাক গুলো ঢাকার গাজীপুর চৌরাস্তা, গুলিস্তান ও নারায়ণগঞ্জ গাছিয়া মার্কেট থেকে আনা হয়। আমাদের নিকটে ২০ টাকা থেকে শুরু করে আটশো টাকার পর্যন্ত পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শীতের পোশাক।
কয়েকজন ক্রেতা জানান, বিভিন্ন শপিংমলের চেয়ে ফুটপাতের দোকান গুলোতে শীতের পোশাকের দাম তুলনামূলক কম।
inside post
আরো পড়ুন