শূন্য ফসল -আহসান হাবীব

মধুরতম স্বপ্নকে কেন্দ্র করে
শুরু হয় আমাদের যৌথবাস,
আমাদের মিলিত সাধনা ছিল
ফলবতী স্বপ্নের নিরন্তর চাষ।
উর্বরতাহীন পতিত জমিতে
ফসলের হাসি ফুটাবো বলে,
দুর্বল অথচ প্রত্যয়ী হাতে
লাঙলের গভীর কর্ষণ চলে।
সতত বুনে চলি স্বপ্নের চারা
পৃথিবীর গভীরতম মমতায়,
প্রখরতর রোদ, ঝড় কিবা বৃষ্টি
পরাজিত স্বপ্নচাষের সাধনায়।
উচ্ছ্বাস ফুরায়ে তবু আহাজারি
সবটুকু মমতা আর শ্রমের পরে,
ফসলের ঢালি শূন্য যে আজি
কোন এক অচেনা কীটের তরে।