সংস্কৃতি চর্চা সুপ্ত প্রতিভা বিকাশ ঘটায়’

কুমিল্লা আইডিয়াল কলেজ বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।  এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি  প্রত্যয় এর নির্বাহী পরিচালক  মাহমুদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন  নিয়মিতি পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশ ঘটে। সফল হওয়ার জন্য সঠিক পরিকল্পনা করে সঠিক সময়ের কাজ সঠিক সময়ে করতে হবে। হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহবায়ক গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত, গীতা পাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠের পর শুভেচ্ছা বক্তব্য রাখেনইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, অনুষ্ঠানের সদস্য সচিব ও বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন  প্রভাষক হাসান ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, নাজমুল হোসাইন খান, নাইমা আক্তার, ফয়েজুল হাসান বাবু, নিশাত মাহমুদ, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল মামুনসহ কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ।