সড়ক যেন ডোবা,আবর্জনায় ভরাট নদ ও মহাসড়ক

inside post

৫উপজেলার আইল্লারগঞ্জ বাজারের বেহাল দশা

মহিউদ্দিন মোল্লা।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার। যা অনেকের নিকট আইল্লারগঞ্জ নামে পরিচিত। ৫উপজেলার কেন্দ্রে অবস্থিত বাজারটির সড়ক যেন ডোবা। এছাড়া বাজারের আবর্জনা ফেলা হচ্ছে মহাসড়কের পাশে ও কালাডুমুর নদে। রয়েছে শৌচাগার সংকট। বাজারের সড়ক সংস্কার,ড্রেন নির্মাণ ও আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থানের দাবি জানিয়েছেন বাজারের ক্রেতা বিক্রেতারা। এদিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে. আগামী অর্থ বছরের বাজারের উন্নয়ন কাজ করা হবে।


সরেজমিন বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়,ইলিয়টগঞ্জ বাজারটি শত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। শনিবার ও মঙ্গলবার এখানে হাট বসে। এটি দাউদকান্দি উপজেলার পূর্ব মাথায় প্রতিষ্ঠিত হলেও এর পাশের চান্দিনা, কচুয়া, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার ক্রেতা বিক্রেতারা এখানে ভিড় জমান। বাজারের কলা বাজার থেকে পান বাজার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় ৫বছর ধরে এই বেহাল অবস্থা রয়েছে। সড়ক থেকে পানি সরার ব্যবস্থা নেই। এতে সড়ক ডোবা হয়ে আছে। কাদা পানিতে একাকার অবস্থা। সারা বছর সড়কটি ডুবে থাকে। যে কারণে ওই এলাকার দোকান গুলোতে ক্রেতারা তেমন যেতে চান না। এতে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া বাজারের স্কুল এলাকায়ও সড়কের বেহাল অবস্থা রয়েছে। এদিকে বাজারের সব আবর্জনা ফেলা হচ্ছে বাজার লাগোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ও পাশের কালাডুমুর নদে। এতে মহাসড়ক ও বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে,তার সাথে কালাডুমুর নদের গতিপথও বন্ধ হয়ে যাচ্ছে।
বাজারের ক্রেতা শিক্ষক মতিন সৈকত বলেন,ইলিয়টগঞ্জ বাজার স্থানীয়ভাবে আইল্লারগঞ্জ বাজার নামে পরিচিত। এটি জেলাজুড়ে গরু বাজারের জন্য প্রসিদ্ধ ছিলো। এছাড়া মুদি মালের পাইকারি আড়ত ছিলো। বাজারের সেই ঐতিহ্য হারিয়ে গেছে। বাজারের ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে। সড়ক সংস্কার প্রয়োজন। এছাড়া বাজারের আবর্জনা নির্দিষ্টস্থানে ফেলার ব্যবস্থা করতে হবে।
ব্যবসায়ী গিয়াস উদ্দিন,জয়নাল আবেদীন ও নাজিম উদ্দিন বলেন,বাজারের ইজারা হয় কোটি টাকার উপরে। তবে এখানে ১০টাকার উন্নয়ন কাজও হয় না। রাস্তায় পানি জমে যায়। কাদার কারণে এই এলাকায় ক্রেতারা আসতে চান না। সড়ক ও ড্রেন সংস্কার জরুরি হয়ে পড়েছে।
রিকশা চালক লিটন দাস বলেন,আমরা গাড়ি চালাতে সমস্যায় পড়ছি। গাড়ি গর্তে পড়ে ভেঙে যায়। রাস্তাটা দ্রুত মেরামত করা প্রয়োজন।
জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন,ইলিয়টগঞ্জ বাজারের সড়ক ও ড্রেনেজের সমস্যার বিষয়টি শুনেছি। এগুলোর সংস্কার ইউনিয়ন পরিষদ করতে পারে। এছাড়া উপজেলা থেকে টিআর কাবিখা দিয়ে করতে পারে। এখন অর্থ বছর শেষ দিকে। আমরা যেকোন একটা প্রকল্প থেকে আগামী অর্থ বছরে সমস্যাগুলোর সমাধানে কাজ করবো।

আরো পড়ুন