সনাক কুমিল্লার উদ্যোগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-কুমিল্লার উদ্যোগে ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ এই স্লোগানকে ধারন করে কুমিল্লার বাছাইকৃত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী “স্কুলভিত্তিক দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২২ ” অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর ক্যাপসিকাম পার্টি সেন্টারে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেয়া হয়। সনাক কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্বে বক্তব্য রাখেন, সনাক কুমিল্লার সহ-সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায়, সনাক সদস্য বদরুল হুদা জেনু, দিলনাশিঁ মোহসেন ও অধ্যাপক বিজয় কৃষ্ণ রায়, বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেহ্রুবা হক ও কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের জি.এম.ফারুক। সমাপনী অনুষ্ঠানে ইয়েস উপকিমিটির আহবায়ক বদরুল হুদা জেনু শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সততার চর্চা করার আহবান জানান। তিনি বলেন বিতর্ক চর্চার মাধ্যমে মেধা বিকশিত হয়, সত্যকে চেনা যায়। তিনি তরুন শিক্ষার্থীদের দেশ গঠনের আগামীদিনের কান্ডারী হিসেবে আক্ষ্যায়িত করে বলেন আমরা যখন তোমাদের বয়সে ছিলাম সে সময়ের তুলনায় আজকের পৃথিবী সম্পুর্ণ আলাদা। তোমাদেরকে যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। সভাপতির বক্তব্যে সনাকের সভাপতি রোকেয়া বেগম শেফালী বলেন বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তোমাদের মধ্যে সনাক বিতর্ক চর্চার যে স্পৃহা তৈরি করে দিয়েছে নিজেদের বিদ্যালয়ে গিয়ে নিয়মিত চর্চার মাধ্যমে তা অব্যাহত রাখবে। তিনি প্রত্যেককে তাদের স্ব স্ব ধর্ম থেকে নৈতিকতার শিক্ষা গ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবার আশাবাদ ব্যক্ত করেন। সনাক কুমিল্লা’র ইয়েস সহ দলনেতা হেরা ফালাক আলীশা ও ইয়েস সদস্য জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় সনাতন পদ্ধতির এই বিতর্ক প্রতিযোগিতায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদা বিদ্যায়তন, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও কুমিল্লা জিলা স্কুল। “বাংলাদেশের সকল উন্নয়ন কাজের প্রধান অন্তরায় দুর্নীতি” এই বিষয়ে ফাইনাল বিতর্কে পক্ষে কুমিল্লা জিলা স্কুল এবং বিপক্ষে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন। বিচারকদের মুল্যায়নে কুমিল্লা জিলা স্কুল সর্বোচ্চ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হয়েছে বিপক্ষ দলের দলনেতা সালফিয়া তানহিয়াত নুজাইমা।