‘সরকার কৃষিতে সাড়ে নয় হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে’

 

কুমিল্লা প্রতিনিধি।।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সায়েদুল ইসলাম বলেছেন,‘ বর্তমান সরকার কৃষি বান্ধব। সরকার বীজ, সার ও সেচের জন্য সাড়ে নয় হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। কৃষকের জন্য এসব অর্ধেক দামে সরবরাহ করছে বিএডিসি।’

শুক্রবার বিএডিসি কুমিল্লার বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন,প্রকল্প দপ্তর, সেমিনার হল উদ্বোধন এবং ডাগওয়েল স্থাপন ও সৌরশক্তি চালিত পাম্পিং স্টেশনের মাধ্যমে পানি বিতরণ ব্যবস্থা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার। স্বাগত বক্তব্য দেন বিএডিসি কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণলায়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।