সাড়ে ৩৪ হাজার শিক্ষার্থী ও শিক্ষককে সুরক্ষা সামগ্রী প্রদান

 

inside post

অফিস রিপোর্টার।।

কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির উদ্যোগে মঙ্গলবার বরুড়া উপজেলার ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৪ হাজার শিক্ষার্থী ও ৫০০ জন শিক্ষকের মধ্যে মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. অহিদুজ্জামান ভূঁইয়া নান্নুর সভাপতিত্বে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. আনিসুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি কাজী নাজমুস সাদাত, জুনাব আলী, জ্যেষ্ঠ সদস্য এম এ আজিজ, রফিকুল ইসলাম,বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাদবা তলাগ্রাম ত ছ লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সদস্য গাজীউল হক সোহাগ।

ইউএনও মো. আনিসুল ইসলাম বলেন, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এখন খুবই দরকারি। পুরো উপজেলার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থী ও শিক্ষকদের মাস্ক দিয়েছে সমিতি। হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে ক্লাসে ক্লাসে। এটি ভাল উদ্যোগ।

আরো পড়ুন