স্কাউটস নির্বাচনেও মনোনয়ন ছিনতাই!


প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ স্কাউটস দেবিদ্বার উপজেলা কাউন্সিলের নির্বাচনে কোষাধ্যক্ষ পদের প্রার্থীর মনোনয়ন ফরম ছিনিয়ে নেওয়া অভিযোগ উঠেছে। ছিনিয়ে নেওয়ার সময় প্রার্থীকে এ নির্বাচনে অংশগ্রহণ না করার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক মো. কামাল হোসেন।
মো. কামাল হোসেন দেবিদ্বার উপজেলার ৩৫নং ফতেহাবাদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে কর্মরত রয়েছেন। এ বছর বাংলাদেশ স্কাউটস দেবিদ্বার উপজেলা কাউন্সিলের নির্বাচনে কোষাধ্যক্ষ প্রার্থী ছিলেন তিনি।
এ ঘটনায় বৃহস্পতিবার (৬ মার্চ) দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারের নিকট একটি দরখাস্ত করেছেন তিনি। এর আগে একইদিন নির্বাচনের রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দিতে গেলে দুর্বৃত্তরা দেবিদ্বার উপজেলা পরিষদ এলাকায় তার মনোনয়ন ফরমটি ছিনিয়ে নেয়।
দরখাস্তে কামাল হোসেন বলেন, আমি কোষাধ্যক্ষ পদের জন্য মনোনয়ন ক্রয় করে ছিলাম। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৬ মার্চ ছিল। আমি মনোনয়ন জমা দেওয়া জন্য একটি দোকান ফটোকপি করতে গেলে একজন এসে আমার নিকট হতে তা ছিনিয়ে নেয়। ফলে আমি কোষাধ্যক্ষ পদের জন্য মনোনয়ন জমা দিতে পারিনি। এমতাবস্থায় নির্বাচনে অংশগ্রহন আমার পাক্ষে সম্ভব হচ্ছে না। অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন উপরিউক্ত বিষয় প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করলে জনাবেন নিকট চির কৃতজ্ঞ থাকিব।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।