স্কুল থেকে ফেরার পথে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
মোহাম্মদ শরীফ,
কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে আব্দুল কাইয়ুম (৭) ও আব্দুর রহমান ফাওয়াজ (৭) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে স্কুল থেকে ফেরার পথে বাড়ীর পাশের একটি পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। নিহত দুজন উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
নিহতরা হলো, বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল কাইয়ুম। অপরজন তারই ভাই জালাল উদ্দিনের ছেলে আব্দুর রহমান ফাওয়াজ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল থেকে ফেরার পথে বাড়ীর পাশে এসে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে সাঁতার না জানা এই দুই ভাই। অসাবধানতাবসত পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা মৃত উদ্ধার করে তাদের।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, প্রাথমিক ভাবে পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সুরতাহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।