স্পেনের সিমাগো র‌্যাংকিংয়ে দেশে ৮ম কুবি

শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ

প্রতিনিধি।।

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন প্রতিবছর বিশ্বের বিশ্ববিদ্যালয় ও জার্নালের র‌্যাংকিং প্রকাশ করে থাকে। প্রতিবছর মতো ২০২৪ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে বাংলাদেশের ৪১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। যেখানে প্রথমবারের মত দেশসেরা ৮ম স্থান অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
সাম্প্রতিক বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ৭৬২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে তালিকায়। এতে শীর্ষে রয়েছে ‘চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস’ এবং বিশ্ববিদ্যালয়ের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা দশে আছে যুক্তরাষ্ট্রের ৪টি, চীনের ৫টি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ থেকে এ তালিকায় স্থান পেয়েছে ৪১টি বিশ্ববিদ্যালয়। যা গেল বছরের তালিকায় ছিল ৩৯টি। এরমধ্যে প্রথম স্থানে রয়েছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। এছাড়া শীর্ষ দশে স্থান পেয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, স্ট্রেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। র‌্যাংকিংয়ে দেশে ৮ম হওয়ায় কুবির শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে।
সিমাগো র‌্যাংকিং এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ম স্থান অর্জনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এই প্রথম সিমাগো র র‍্যাংকিং এ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঢুকেছে। শুরুতেই আমরা শীর্ষ দশে জায়গা করে নিতে পেরেছি। সিমাগো র‍্যাংকিংয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারিতে আছি, যা আমাদের জন্য অত্যন্ত সুখের সংবাদ। শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যদের পরিশ্রম এবং সমর্থনে এটি সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আমি যোগদানের শুরু থেকে বলেছি আমরা হাই কোয়ালিটি গবেষণা ও প্রকাশনার উপর জোর দিব, সে পরিকল্পনা নিয়ে এগিয়েছি। আমরা বলেছি টিচিং এবং লার্নিং এর ক্ষেত্রে আমরা এমনভাবে জোর দিবো, যেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে লিডিং পর্যায়ে নিয়ে যেতে পারি। আমরা দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশে থাকতে চাই, আর পিছিয়ে থাকতে চাই না।
উল্লেখ্য, সিমাগো ইনস্টিটিউশন তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে ২০০৯ সাল থেকে এই র‍্যাংকিং প্রকাশ করে আসছে। যেখানে গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‍্যাংকিং এবং একই সঙ্গে মিলিয়ে সার্বিক র‍্যাংকিং প্রকাশ করে থাকে। প্রতিবছরের মার্চ মাস মাসে এই র‌্যাঙ্কিং প্রকাশ করে স্পেনের গবেষণা প্রতিষ্ঠানটি।