বরুড়ায় টপ সয়েল বিক্রির অভিযোগে লাখ টাকা জরিমানা

 আমোদ রিপোর্টার।।

কুমিল্লায় টপ সয়েল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলার বরুড়া উপজেলার ভাবানীপুর গ্রামে বৃহস্পতিবার (১৪ মার্চ) এ জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং।

অভিযুক্ত ওই ব্যক্তি বরুড়া উপজেলার বাতাইছড়ি ইউনিয়নের পোমতলা গ্রামে মফিজুল ইসলামের ছেলে মো. শামীম।

ইউএনও নু এমং মারমা মং জানান, ভাবানীপুরে ফসিল জমি হতে অবৈধভাবে বেকুর দিয়ে টপ সয়েল কেটে বিক্রি করছিলেন স্থানীয় শামীম (৩৮) নামের এক ব্যক্তি। এই মাটি তিনি ইট ভাটায় বিকি করছিলেন। এসময় হাতেনাতে ধরে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।