সৎ জনপ্রতিনিধির হাতে দায়িত্ব থাকলে এলাকা নিরাপদ থাকে:নিখিল

 

আমোদ প্রতিনিধি

যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল বলেছেন, একজন সৎ জনপ্রতিনিধির হাতে দায়িত্ব থাকলে সেই এলাকাটি নিরাপদ থাকে। সৎ নেতার হাতে নেতৃত্ব থাকলে দল সুসংগঠিত থাকে। সাবেক রেলমন্ত্রী মুজিবুল মুজিব এমপির মতো একজন সৎ ব্যক্তির হাতে নেতৃত্ব ও দায়িত্ব রয়েছে বলেই চৌদ্দগ্রাম উপজেলা নিরাপদ এবং সুসংগঠিত রয়েছে। আজকের পথসভা তারই প্রমাণ করে। আগামী ৩০ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে সৎ মানুষকে নির্বাচিত করতে হবে। তিনি শনিবার চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয় প্রাঙ্গণে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারের সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য এম শাহাদাত হোসেন তসলিম, কেন্দ্রীয় যুবলীগ নেতা শাহাদাত হোসেন তসলিম, এডভোকেট মুক্তা আক্তার, আওলাদ সৈকত, আওয়ামী লীগের প্রার্থী জিএম মীর হোসেন মিরু, কুমিল্লা জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন ও কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল প্রমুখ।