সৎ মাকে পিটিয়ে হত্যা

 প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় সৎ মা সেনোয়ারা বেগমকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলে মোফাজ্জল হোসেন বেনুর বিরুদ্ধে। নিহত সানোয়ারা বেগম শ্রীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী। শুক্রবার অভিযুক্ত আসামি সৎ ছেলে মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ২০০৯ পাশর্^বর্তী বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের সেনোয়ারা বেগমকে বিয়ে করেন। সানোয়ারা বেগমের ঘরে কোনো সন্তান ছিল না। আবুল কাশেমের প্রথম স্ত্রীর ঘরে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। এ ঘটনায় ভিকটিমের আরেক সৎ পুত্রবধূ হোসনে আরা বেগম বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিহত সানোয়ারা বেগম সৎ মা হওয়ায় প্রায়ই তাকে গালমন্দ করতেন মোফাজ্জল হোসেন। শ্রীনগর গ্রামের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে খাবার খেতে গিয়ে সৎ মায়ের সঙ্গে ঝগড়া বাধেন। এক পর্যায়ে মাকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। সানোয়ারা বেগমের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, নিহত সানোয়ারা বেগমের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা হয়েছে। আসামি সৎ ছেলে মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে অপ্রকৃতিস্থ বলে মনে হয়েছে।

inside post
আরো পড়ুন