হাসি আনন্দে দিন কাটিয়েছে শিক্ষার্থীরা
কুমিল্লা রেসিন্ডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ব্যতিক্রম আয়োজন
অফিস রিপোর্টার।।
হেসে খেলে হাসি আনন্দে দিন কাটিয়েছে শিশু কিশোররা। মঙ্গলবার (২৬ নভেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টের মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন করে কুমিল্লা রেসিন্ডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। অনুষ্ঠানে কোরআন পাঠ, গান, কবিতা, কৌতুক ও নৃত্য পরিবেশ করেন ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা রেসিন্ডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা রেসিন্ডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নির্বাহী কমিটির সদস্য, সমাজকর্মী মিয়া মুহাম্মদ তৌফিক, সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবদুল হান্নান।
“এসো আমরা সবাই মিলে,
দিনটি কাটাই হেসে খেলে” শিরেনামে অনুষ্ঠানে রম্য বিতর্ক, গান, কবিতা, কৌতুক, নাটিকা, দেয়ালিকা উপস্থান করে শিশু-কিশোররা।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. আবদুল হান্নান বলেন,শিক্ষার্থীদের আলোর পথ দেখায় কুমিল্লা রেসিন্ডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। আমরা এ প্রোগ্রামের নাম দিয়েছি, এসো আমরা সবাই মিলে,
দিনটি কাটাই হেসে খেলে। আনুষ্ঠানিকভাবে আমরা এ শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম সমাপ্তের পথে। আমরা ভালো কাজের বার্তা দিতে চাই। স্কুলের এ শিক্ষা তোমাদের জীবনের পাথেয়।