হোমনায় গ্যাস সিলিন্ডারের আগুনে বসতঘর পুড়ে ছাই, আহত ৫

  প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দেড় ঘণ্টার চেষ্টায়  স্থানীয়রা আগুন নেভায়। এতে ৫ জন স্থানীয় স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকা-ে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার জয়পুর গ্রামের দরিদ্র আ. লতিফ মিয়ার ঘরে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।
আহতরা হলেন- একই গ্রামের মো. সজীব (২৩), মো. জালাল উদ্দিন (২২), মো. সাইফুল (২০), সাইদুল ইসলাম বাবুল (৩৫) ও মো. শাহিন (৩৮)। হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ সহকারী মেডিকেল অফিসার  মো. আমিনুল ইসলাম জানান, আহত সাইফুল ইসলামকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত উপ সহকারী মেডিকেল অফিসার  মো. ইকবাল হোসেন জানান, মো. সজিব ও জালাল উদ্দিনকে শ^াস প্রশ^াসজনিত সমস্যায় অক্সিজেন লাগিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা বলেন, লতিফ মিয়ার ঘরের রান্না করার গ্যাস সিলিন্ডার থেকেই অগ্নিকা-ের সূত্রপাত। এতে তার বসতঘর ও আসবাবপত্রসহ সব পুড়ে গেছে।
আহত স্বেচ্ছাসেবী সাইদুল ইসলাম বাবুল জানান, রবিবার সন্ধ্যায় আ. লতিফ মিয়ার স্ত্রী ঘরের ভেতর সিলিন্ডার গ্যাসে রান্নার জন্য আগুন জ¦ালছিলেন। চুলার সুইচ দিয়ে দেশলাই জ¦ালানোর সঙ্গে সঙ্গে ধপ করে গ্যাসের আগুন ওপরে উঠে যায়। এতে তিনি আহত না হলেও ঘরে পাটখড়ি থাকায় তাতে আগুন ধরে মুহূর্তেই সারা ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে তিনিসহ আহত হয়েছেন জয়পুর গ্রামের পাচঁ যুবক। তাদের মধ্যে দুই জনকে তিতাস এবং অন্যদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত। অগ্নিকা-ে দরিদ্র লতিফ মিয়ার একটি বসতঘর এবং ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হতে পারে।

 

উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. উসমান গনি বলেন, স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেছে। সিলিন্ডার গ্যাস থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকা-ে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।