১৯ বছর পর কুমিল্লায় জামায়াতের কর্মী সমাবেশে খুশি নেতাকর্মীরা

শুক্রবার কুমিল্লায় আসছেন জামায়াত আমির
 প্রতিনিধি।।
১৯ বছর পর কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লার টাউনহল ময়দানে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ২০০৫ সালের পর থেকে একবারও প্রকাশ্যে কর্মী সমাবেশ করতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলাম। দীর্ঘদিন পর প্রকাশ্যে কর্মসূচি করায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা।
বুধবার কুমিল্লা টাউন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।
তিনি বলেন,নারীদের জন্য ঈদগাহে বসার ব্যবস্থা করা হয়েছে। ১০হাজার নারীসহ ৩০ হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করছি। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া সম্মেলন পৌনে ১১টার মধ্যে শেষ হবে।
এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাড. মো.শাহজাহান,উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন প্রমুখ।
জানা গেছে, ২০০৫ সালে সর্বশেষ কুমিল্লায় জামাত ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সোহেল বলেন, ১৯ বছর পর সমাবেশ হচ্ছে। কর্মীরা আবেগাপ্লুত। গত ১৯ বছরে অনেক শহীদ ভাইকে হারিয়েছি। জামায়াত ইসলাম তার কঠিন সময় পার করে আজ দীর্ঘ সময় পর কুমিল্লায় কর্মী সমাবেশ করবে। স্বাভাবিকভাবেই কুমিল্লার মানুষের মনে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি।
৬ ডিসেম্বরের কর্মী সম্মেলনে আরও উপস্থিত থাকবেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিমসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলাম কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।

inside post
আরো পড়ুন