অশোকতলায় সুপারশপ কর্মীকে খুন
প্রতিনিধি।
কুমিল্লা নগরীর অশোকতলায় একটি সুপারশপের কর্মী সজিব হোসেন বাবুকে (২২) দুর্বৃত্তরা হত্যা করেছে। নিহত সজিব দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তারা অশোকতলা এলাকায় ভাড়া থাকতেন। নগরীর অশোকতলা রেলগেটে এই ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, ৩ ডিসেম্বর মঙ্গলবার রাতে জীবন নামে এক যুবক সজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। নয়নসহ কয়েকজন মিলে সজিবকে এলোপাতাড়ি পিটিয়ে এবং ছুরিকাঘাত করে মৃত ভেবে অশোকতলা রেল লাইনের পাশে ফেলে রেখে যায়। স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর মুন হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র আরো জানায়,অপরাধীদের ভয়ে এলাকায় মরদেহ নিতে স্বজনরা ভয় পাচ্ছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারে থানা পুলিশসহ সেনাবাহিনী কাজ করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।