৩৭ হাজার দপ্তরি কাম প্রহরীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

 

অফিস রিপোর্টার।।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখার আয়োজনে ৩৭ হাজার দপ্তরি কাম প্রহরীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরসহ কর্মঘন্টা নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে কুমিল্লা জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে কুমিল্লার জেলা দপ্তরি কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, সদস্য মোশাররফ হোসেন অপু,জানে আলম ভূইয়া,সালাউদ্দিন, আমির হোসেন, আবদুল কাদের,শামীম হোসেন,মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন। এতে ১৭ উপজেলার সহস্রাধিক দপ্তরি কাম প্রহরী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তাগণ বলেন, বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ হাজার দপ্তরি কাম প্রহরী রয়েছে। তাদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর সম্পর্কিত মহামান্য উচ্চ আদালতের রায় কার্যকর ও আইনানুযায়ী কর্ম ঘন্টা নির্ধারণ করতে হবে।