৫ লক্ষ ডিমের সংকট কুমিল্লায়
হাসিবুল ইসলাম সজিব।।
কুমিল্লা জেলায় প্রতিমাসে ডিমের চাহিদা ১৭-১৮ লক্ষ। বন্যার আগে প্রতিমাসে ডিম উৎপাদনও ছিলো কাছাকাছি। অতি বৃষ্টি ও বন্যায় ক্ষতির কারণে এখন তা উৎপাদিত হচ্ছে ১২-১৩ লক্ষ। আগের থেকে কম উৎপাদন হচ্ছে ৪-৫ লক্ষ পিস ডিম।
কুমিল্লা জেলা প্রাণিসম্পদ সূত্রমতে, প্রতি মাসে কুমিল্লা জেলায় ডিম উৎপাদন হতো প্রায় ১৭-১৮ লক্ষ। কুমিল্লা জেলায় ডিমের চাহিদাও ১৭-১৮ লক্ষ। তার মধ্যে হাঁস থেকে আসে ২-৩% ,ফার্ম থেকে ৬০-৭০% এবং বাকি ২৩% আসে পারিবারিক খামার থেকে। কুমিল্লা জেলায় বেশি ডিম উৎপাদন হয় কাবিলা, বুড়িচং, চৌদ্দগ্রাম, সুয়াগাজী, সদর দক্ষিণ ও লাকসামে। বন্যা এবং অতি বৃষ্টিতে মোট ক্ষতি হয়েছে প্রায় ২৯৪ কোটি টাকা। ডিম উৎপাদিত বিভিন্ন খামারে ক্ষতি ছিলো প্রায় ১৩০-১৫০ কোটি টাকা।
কুমিল্লা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার জানান, বর্তমানে দেশে অতি বৃষ্টি, শীত, গরম এবং প্রাকৃতিক দুর্যোগের কারণ খামারিদের ডিম উৎপাদনে এবং বাচ্চা সরবারহে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তবে বাচ্চা সরবরাহ নিশ্চিত এবং খাদ্যের দাম নিয়ন্ত্রণে থাকলে তা পুষিয়ে আনা সম্ভব।