মৃত্যুর মিছিল- সাইফুল ইসলাম সেলিম

মৃত্যুর মিছিল

 

inside post

মাস্ক পরার সময় শেষ

করোনায় ছেয়ে গেছে বাংলাদেশ!

শুনেছিলাম গরিবের নাকি করোনা হয়না
মরনের হিসেব তো সেই কথা কয়না!

দিকে দিকে হাহাকার
কোথায় আছে আইসিও,
কোথায় ভেন্টিলেটর
খুজছি এখন অক্সিজেন
আছে কোথায় কার!

লকডাউন আর সাটডাউন নিয়ে
করছি কতো ঠাট্টা তামাশা,
সবই নাকি সরকারের রাজনৈতিক চাল আর গরীব মারার ফন্দি!
এখন বাচাধন নিজের চালেই নিজের জীবন বন্ধি!

পুলিশ….!
সে তো খারাপ জাত
শুধু শুধু হয়রানি,
ঘর থেকে বাহির হলেই
মারে শুধু দৌড়ানি!

কারণে অকারণে আসছি ঘরের বাহিরে
জানতাম নাতো ঠিকানাটা খুজে নিচ্ছি কবরে!

চার দিকে মৃত্যুর মিছিল যায় না হাতে গনণা,
এটাই কিন্তু আসল রূপ মরন ভাইরাস করোনার।

আরো পড়ুন