ভালো থেকো সুহৃদ   জান্নাতুল ফেরদৌসী 

inside post
কখনো শুনি নি, কখনো দেখিনি
ছোট্ট বীজ থেকে বিশাল বটবৃক্ষ জন্ম নেয়
আমি কখনো বুঝি নি, বুঝতেও চাই নি
কিভাবে সে বৃক্ষের ছায়াতলে
নিবৃত্তে নিদ্রা যায়;;
কখনো কি দেখেছো জলতেষ্ঠা ছাড়া
জলের মর্মরধ্বনি বুঝতে?
সারা পৃথিবী দেখে নাই একাই একজন
এক বক্তিমায় বিশ্ব কাঁপিয়ে দিয়েছে,
সমাজ, সংস্কৃতি, ভাষাকে এক প্রাণ
পাহাড় কে নদীর সঙ্গ
সমুদ্র কে বিলের সঙ্গ
জীব কে জানোয়ারের সঙ্গ
দিয়ে মিতালি স্থাপন করে মুক্তি দিয়েছে;;
হাজারো শ্রদ্ধা তোমার তরে
ভালো থেকো সুহৃদ যেথায় থাকো।
আরো পড়ুন