অতিরিক্ত গতির ট্রাক্টর থেকে পড়ে হেলপারের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে অতিরিক্ত গতির ট্রাক্টর থেকে ছিটকে পড়ে আবদুল্লাহ(১৮) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মাসুদ মজুমদারের ছেলে। রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নানকরা নামক স্থানে এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন।
তিনি জানান, রবিবার মহাসড়কের ফেনীমুখী একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে যাচ্ছিলো। অতিরিক্ত গতির কারণে হেলপার আবদুল্লাহ ট্রাক্টর থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়। এতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চালককের অসচেতনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাক্টর জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
নিহত আবদুল্লাহর বাবা মাসুদ মজুমদার বলেন, আবদুল্লাহ ট্রাক্টররের হেলপারি করে যা আয় হতো তা দিয়ে তার সংসার কোন মতে চলতো। পরিবারের একমাত্র উপার্জনকারী সন্তানকে হারিয়ে তিনি এখন পাগল প্রায়।