পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ
অফিস রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে এই খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। কুমিল্লা নগরীর বীরচন্দ্র নগর মিলনায়তনের মুক্তিযোদ্ধা কর্নারে এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু, যুবলীগ নেতা গাজী মনির, মোঃ জালাল উদ্দিন,সাইফুল ইসলাম সুমন, ইমতিয়াজ হাবীব, নাজমুল হক,ফিরোজ রহমান রাসেল, এম এ করিম, আসাদুজ্জামান লিটন, মোঃ শাহ আলম, আকতার হোসেনসহ আরো অনেকে।
যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু বলেন, ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও সর্বশেষ পিছিয়ে পড়া মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।