বরুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা চেষ্টা

 

 

inside post

অফিস রিপোর্টার।।

বরুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত ২৯ জুলাই বরুড়ার উত্তর খোশবাস ইউনিয়নের গোপাল নগর গ্রামে এ ঘটনা হয়। এতে বরুড়া থানায় লিখিত অভিযোগ করেছে ভোক্তভোগী পরিবার।

 

মামলার বাদী শারমিন আক্তার রিমা জানান, গত ২৯ জুলাই প্রতিবেশী শহিদুল ইসলাম আমার ভাই আশিকুর রহমান ইমনকে বাড়ির জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে খারাপ ভাষায় গালমন্দ করে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে কিল, ঘুষি দিয়ে আহত করে। পরিকল্পিত এ হত্যা চেষ্টার জন্য শহিদুল ইসলাম ও তার স্ত্রী আছমা বেগম রড দিয়ে হত্যা চেষ্টা করে। এ সময় ইমন, সীমা বেগম, রাসেল, নেহার বেগম, তাহমিনা আক্তার আহত হন। আহতদের চিৎকার শোনে প্রতিবেশীরা আসলে শহিদুল ইসলাম হুমকি দেন আমাদের জানে মেরে ফেলবেন। আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি, তারা আমাকে মারধর করেছে। আমরা এ হত্যা চেষ্টার সঠিক বিচার চাই।

 

অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, তারা যা করেছে, এসব সাজানো, মিথ্যা।

 

উত্তর খোশবাস ইউনিয়নের স্থানীয় মেম্বার মো. সুজন জানান, দুই পক্ষের মধ্যে বিরোধ আছে। সামাজিক ভাবে সমাধানের জন্য এলাকার মুরব্বিদের জানিয়েছে। আমরা আগামী বুধবার (তিন আগস্ট) তারিখ নির্ধারণ করেছিলাম। এর মধ্যে জেনেছি তারা মারামারি করে ইমন আহত হয়েছে। তারা পুলিশকে বিষয়টি জানিয়েছে। তবু আমরা চেষ্টা করবো, সমাজিক ভাবে সমাধান করার জন্য।

 

 

এ বিষয়ে বরুড়া মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক সত্যজিৎ পাল বলেন, গোপাল নগরে দুই পরিবারের মধ্যে পূর্ব শত্রুতার জেরে দ্বন্দ্ব হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। আমি ৩১ জুলাই সরেজমিনে পরিদর্শন করেছি। বাকী কাজ আইনানুযায়ী চলবে।

আরো পড়ুন