কুমিল্লায় আওয়ামীলীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া
প্রতিনিধি।
কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার উপজেলার বন্দরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, জ্বালানি তেলসহ নিত্য পণ্যের দাম উর্ধ্বমুখীর প্রতিবাদে তিতাস উপজেলা বিএনপি বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দিতে থাকে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বিক্ষোভে বাধা দেয়। এতে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন মোল্লা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনকালে বন্দরামপুর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যায়ভাবে আমাদেরকে বাধা দেয়।
তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান জানান, বিএনপি বন্দরামপুর এলাকা থেকে মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করে। এ সময় উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধিন চন্দ্র দাস বলেন, যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।