বাবার ইচ্ছেপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে (ভিডিও)

মো. ফজলে রাব্বি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)।।

হেলিকপ্টারে চড়ে বিয়ের মাধ্যমে বাবার স্বপ্ন পূরণ করলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরিফ গ্রামের  মো.জহিরুল হক জুরুর ছেলে ইতালি প্রবাসী হৃদয় হক।  সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আখাউড়া পৌর শহরের  রাধানগর (কলেজপাড়া) এলাকার সৌদি আরব প্রবাসী মো সাকের আহম্মেদ কবিরের মেয়ে তাবাচ্ছুম আক্তার স্নেহার সাথে বিয়ের পিড়িতে বসেন বর ইতালি প্রবাসী হৃদয় হক।

জানা গেছে, উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরিফের ছতুরা শরিফ স্কুল মাঠ থেকে দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারে চড়ে আখাউড়া পৌর শহরের  ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে হেলিকপ্টার অবতরণ করেন। বর হেলিকপ্টারে আসলেও বরের সাথে লোকজন আসেন গাড়িতে চড়ে। পরে পৌরসভার রাধানগর (কলেজপাড়ার) একটি কমিউনিটি হলে বিয়ের পিড়িতে বসতে যান হৃদয় হক। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫ টার দিকে নববধূকে নিয়ে আবারও একই হেলিকপ্টারে চড়ে ওই মাঠেই অবতরণ করেন। এদিকে নববধূ ও হেলিকপ্টার দেখতে কলেজ মাঠে উৎসুক মানুষের ভিড় জমে। আর এসব সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।

বাবা মো.জহিরুল হক জুরু জানান, আমার স্বপ্ন ছিলো ছেলে কে হেলিকপ্টার দিয়ে বিয়ে করাবো।  মহান আল্লাহ আমার ইচ্ছে পূরণ করেছে। আমার বাকী দুই ছেলে ও এক মেয়েকেও হেলিকপ্টারে চড়ে বিয়ে করাবো।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, বিয়ের বিষয়টা তাদের আগে জানানো হয়েছিল। তাই যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আগে থেকেই সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

inside post
আরো পড়ুন