বিএনপির অপকর্মের জন্যই কেয়ারটেকার সরকারের জন্ম : ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
কেয়ারটেকার সরকার এ দেশে আর আর ফিরে আসবে না। এটির আবির্ভাব হয়েছিল বিএনপির দু:শাসন ও নির্বাচনে কারচুপি করার জন্য। অপকর্ম করার জন্যই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্ম। যখন কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে মামলা হলো, তখন হাইকোর্ট বলল কেয়ারটেকার সরকার সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই হাইকোর্ট কেয়ারটেকার সরকারকে বাতিল করে দেয়। সেই আলোকে সংবিধান সংশোধন করা হয় সংসদের মাধ্যমে। সংবিধানে যেভাবে আছে সেভাবেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
১২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় ‘নতুন অভিযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব’র আনুষ্ঠানিক উদ্বোধন, প্রেস ক্লাবের প্রকাশনা ‘খোয়াব’র মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি এসব কথা বলেছেন। এর আগে আইনমন্ত্রী ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ‘নতুন অভিযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব’র উদ্বোধন করে আজীবন সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন এবং নব আঙ্গিকে সজ্জিত প্রেস ক্লাব গ্রন্থাগার, আইসিটি বিভাগ, ওয়ার্ক স্টেশনসহ ক্লাবের সকল দপ্তর পরিদর্শন করেন।
প্রেস ক্লাব সংলগ্ন সদর হাসপাতাল স্টাফ নার্স মাঠে প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত এম.পি উকিল আব্দুস সাত্তার ভুইয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবির। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের বিগত কমিটির সদস্য সচিব জাবেদ রহিম বিজন। প্রধান অতিথির হাতে প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক এইচ.এম. সিরাজ ক্লাবের প্রকাশনা ‘খোয়াব’ তুলে দেবার পর এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিরা।
 ব্রাহ্মণবাড়িয়া আদালতের চলমান পরিস্থিতি কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়া আদালতে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিলো। বর্তমানে তা সমাধান হয়েছে। আশা করছি আইনজীবীরা সোমবার আদালতে ফিরবেন।এর আগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধরাণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার নেতৃত্বে ১১ সদস্যের নির্বাচিত কমিটির সদস্যরা স্থানীয় সার্কিট হাউজে আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
আরো পড়ুন