কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার
মাহফুজ নান্টু, কুমিল্লা। একটি পাইপগান ও ছিনতাইকৃত মালামালসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মুরাদনগর উপজেলার সিদ্ধছড়ি গ্রামের অপু চন্দ্র বিশ^াস। পরে সে ধর্মান্তরিত হয়ে আরিফুর ইসলাম (৩২) নাম ধারণ করে। অন্য গ্রেফতারকৃতরা হলো একই উপজেলার মুচাগড়া গ্রামের শাহ আলম (২৮), রজমান আলী (২২) বর্তমানে নগরীর ঠাকুরপাড়াতে ভাড়া থাকে। নগরীর ধর্মপুরের রোজাল ইসলাম ওরফে ফয়সাল (২১) ও দক্ষিনচর্থা এলাকার মোঃ আবিদ (২১)।
এ সময় ছিনতাইকারীদের নিকট থেকে ছিনতাই করা একটি দেশীয় পাইপগান, ক্যামেরা, মানিব্যাগ, হাতঘড়ি, একটি জাতীয় পরিচয়পত্র, ডেবিট কার্ড ও নগদ সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাজেস বড়–য়া। তিনি জানান, গেলো ২০ মে একজন সরকারী কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। পরে জেলার সদর দক্ষিন উপজেলার চাঙ্গিনি এলাকায় আরিফুল ইসলামকে সিএনজিসহ গ্রেফতার করা হয়। এই সিএনজি দিয়েই তারা ছিনতাই করে। পরে তার দেয়া তথ্য মতে গতকাল সোমবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য ছিনতাকারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে ছিনতাকারীদের কারাগারে প্রেরণ করা হয়।