সাহিত্যের ছোট কাগজ-মাসিক ‘তালপাতা’

 

inside post

আজিম উল্যাহ হানিফ
সাহিত্যের ছোটকাগজ মাসিক ‘তালপাতা’ ঢাকার সাভার থেকে প্রকাশিত হচ্ছে। হাটি হাটি পা পা করে সাহিত্যের ছোট কাগজটি ১০ম বর্ষে পদার্পণ করেছে এবং ১০ম বছরের ১ম সংখ্যা আগস্ট সংখ্যা প্রকাশিত হয়ে স্টলে, হকারের কাছে, পাঠক ও লেখকদের হাতে পৌছে গেছে। সংখ্যাটিকে এবার সাজানো হয়েছে,কারআনের পাতা,সম্পাদকীয় পাতা, হাদীসের পাতা, আকাঁআঁিক, অনুগল্প, শিশুতোষ গল্প, গল্প, প্রবন্ধ, লাইফস্টাইল ও ছড়া কবিতার পর্ব দিয়ে। আগস্ট সংখ্যাটিতে লিখেছেন- কবি জাকির আবু জাফর, রেদওয়ানুল হক, আমজাদুল হক, ফরিদ সাইদ, মুহাম্মদ ইসমাইল, আতিফ আবু বকর, মো: মকসেদ আলী, মানিক চক্রবর্তী, আবদুল্লাহ আল মামুন, প্রিন্স আশরাফ, নুর-ই-ইলাহী, গিয়াস হায়দার, আবদুল আজিজ, জাহিদ হোসেন মোল্যা, আজিজুল ইসলাম, মিজানুর রহমান, সাইফুল ডিজু, শামীম শাহাবুদ্দিন, মো: ওমর ফারুক, আব্বাস খান, রেজা কারিম, জাকির শায়েরী, সাইদুল হাসান, সেবক বিশ^াস, তেীফিক সুলতান, মুহাম্মদ নুর ইসলাম, ওয়াসিস তৌকির, অশেষ কামাল, টিএইচ মাহির, নাহিন ফেরদৌস, এম এ শিকদার, নাঈম মাহমুদ সোহাগ, আবু সাইদ কামাল, কবিরুল ইসলাম, পারভেজ হুসেন তালুকদার, সুলেখা আক্তার শান্তা, মোহাম্মদ আলী, ফারজানা আক্তার,মুন্সী আবু বকর সিদ্দিক মিলন, এস এস শাহ সিয়াম, মনন মুখোপাধ্যায়, মো: কবিরুজ্জামান শেখ, রাজিউল ইসলাম জীবন, মুহাম্মদ আলম জাহাঙ্গীর, সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম, হাজী জয়নাল মুন্সী, সুজন মাহামুদ খান, হুসাইন সজিব, তানজিনা আক্তার, আজিম উল্যাহ হানিফ, এম এ বাসেত, মো: আসিফ খান, মাঈনু্িদ্দন মাহমুদ, আবদুল লতিফ, রহমান মাজিদ, শাজাহান কবীর শান্ত, শীলা আক্তার, সারা সাইফুল্লাহ, ডা. ডিজু। ছোট কাগজ তালপাতা সম্পাদনা করেন কবি জাকির শায়েরী। নিবার্হী সম্পাদক হিসেবে ফরিদ সাইদ, সহকারী সম্পাদক হিসেবে আবু বকর সিদ্দিক মিলন, নুর-ই-ইলাহী, উপদেস্টামন্ডলীতে আছেন- ডা. আমজাদুল হক, মুহাম্মদ ইসমাইল, মাওলানা মুফতী মো: ওমর ফারুক, আবদুল আজিজ, মানিক চক্রবর্তী, প্রচ্ছদ করেছেন মো: মনির হোসেন, সহযোগিতায় ছিলেন সাইফুল ডিজু। বইটির মূল্য-৩০ টাকা।

 

লেখক: আজিম উল্যাহ হানিফ,০১৮৩৪-৩৮৯৮৭১

 

আরো পড়ুন