আশুগঞ্জে আশ্রয়ণে অগ্নিনির্বাপক মহড়া
জেলা রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বাসিন্দাদের জন্য অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার চরচারতলা বাজার আশ্রয়ণ পকল্পে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নি প্রতিরোধ ও অগ্নিনির্বাপন মূলক মহড়ার উদ্বোধন করেন।
আশুগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে ফায়ার ফাইটাররা মঙ্গলবার সকালে চরচারতলা বাজার আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের উপস্থিতিতে অগ্নি কর্মকাণ্ড থেকে রক্ষা পাওয়া এবং সচেতন থাকার বিষয়ে সবিস্তার কৌশল প্রদর্শন করেন। অনুষ্ঠিত অগ্নিনির্বাপক মহড়ায় আশুগঞ্জ উপজেলার সহকারি কমিশনা (ভূমি) কাজী তাহমিনা শারমিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তৃতাকালে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদেরকে মহড়ায় প্রদর্শিত কৌশল কাজে লাগিয়ে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহতা থেকে নিরাপদে থাকার আহবান জানান।