১৫বছর পর চালু হচ্ছে ভিক্টোরিয়া কলেজ অডিটরিয়াম

অফিস রিপোর্টার।।
১৫বছর পর চালু হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩০হাজার শিক্ষার্থীর অডিটরিয়াম। ২০০৯সাল থেকে পানি উঠায় সেটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। যদিও মাঝে মধ্যে নানা বিড়ম্বনার মধ্য দিয়ে সেটি ব্যবহার করা হয়।
সূত্রমতে, কুমিল্লা ধর্মপুরে ভিক্টোরিয়ার ডিগ্রি শাখায় ১৯৯৫সালে অডিটরিয়ামটি নির্মিত হয়। আশপাশের বাসা-বাড়ি উঁচু হয়ে যাওয়ায় কলেজ ক্যাম্পাসে পানি প্রবেশ করে। সেই পানি কলেজ অডিটরিয়োমেও প্রবেশ করে। এতে বিপাকে পড়েন শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা নবীন বরণ,বিদায় ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা নিয়ে বেকায়দায় পড়তো। বিভিন্ন কক্ষের পার্টিশন খুলে কাজ চালাতে হতো।
শিক্ষার্থী কামাল হোসেন বলেন, কলেজের ২০ বিভাগে রয়েছে ৩০হাজার শিক্ষার্থী। ৯ টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে। শিক্ষার্থী ও সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য অডিটরিয়ামের প্রয়োজন রয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট তুহিন মিয়া বলেন,শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠান করতে গিয়ে বেকায়দায় পড়ছে। বড় কক্ষের চেয়ার টেবিল টেনে কাজ সারতে হতো। অডিটরিয়াম চালু হলে তাদের সেই দুর্ভোগ কমবে। আমরাও নিজেদের ক্যাম্পাস নিরাপদে অনুষ্ঠান করতো পারবো। অডিটরিয়াম ভবনের সমস্যাসহ যান্ত্রিক সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন,অডিটরিয়ামটিতে ৬০০সিট রয়েছে। বাড়তি সোফা ও চেয়ার দিয়ে আরো ২০০জন বসতে পারবেন। নিচু ফ্লোর সোয়া ফিট উঁচু করা হচ্ছে। উপরের ৬০টি টিনও বদলানো হয়েছে। চেয়ার গুলোও রং করা হবে। আগামী এক মাসের মধ্যে অডিটরিয়াম ব্যবহার উপযোগী হয়ে যাবে।

inside post
আরো পড়ুন