২০২২ সালে আখউড়া-লাকসাম ডাবল লাইনের নির্মাণ কাজ শেষ হবে
করোনায় থমকে গেছে আখাউড়া-লাকসাম ডাবল লাইনের কাজ : রেলপথমন্ত্রী
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
নির্ধারিত সময়ের আগেই আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন নির্মাণ কাজ কাজ শেষ হবার কথা ছিলো। কিন্তু বৈশ্বিক মহামারী করোনার কারণে কাজের গতি থমকে যায়।আগামী ২০২২ সালের মধ্যে আখাউড়া-লাকসাম ডাবল লাইনের নির্মাণ কাজ শেষ হবে। রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেলষ্টেশনে নির্মাণাধীন ডাবল লাইনের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের যাত্রীরা যাতে চলাচল করতে পারে সেদিকে আমাদের নজরদারি রয়েছে। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। পরিদর্শকালে রেলওয়ে পূর্বাঞ্চলীয় পরিচালক (চট্রগ্রাম) সর্দার শাহাদাত হোসেন, রেলওয়ে এডিজি-আই ধীরেন্দ্রনাথ মজুমদার, প্রজেক্ট চীফ আমিরুল ইলমাম, তমা গ্রুপের পরিচালক আবুল কাসেম, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. মিজানুর রহমান। পরে মন্ত্রী পাশ্ববর্তী উপজেলা আখাউড়ায় নির্মানাধীন লাইনের কাজ পরিদর্শনে যান।