অবৈধ নিয়োগপ্রাপ্তকে এবার এমপিও দিচ্ছে মাউশি!
প্রতিনিধি।।
অবৈধ নিয়োগ প্রাপ্তকে এবার এমপিও(মান্থলি পেমেন্ট অর্ডার) দিচ্ছে মাউশি(মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর),কুমিল্লা অঞ্চল। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষকের বিষয়ে এই অভিযোগ উঠে।
অভিযোগকারী মো.আলাউদ্দিন বলেন, ২০১৬সালের ০৫নভেম্বর কসবা মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক হিসাববিজ্ঞান পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে প্রথম স্থান অর্জন করি। কিন্তু কলেজ কর্র্তৃপক্ষ অসুদপায় অবলম্বন করে দ্বিতীয় স্থান অর্জনকারী মো.তাইফুর রহমানকে নিয়োগ প্রদান করেন। ওই সালের ২৮নভেম্বর আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লায় একটি অভিযোগ দেই। ০৭ডিসেম্বর আঞ্চলিক পরিচালক প্রফেসর হারাণ চন্দ্র দেবনাথের নেতৃত্বে সরেজমিন তদন্ত প্রতিবেদনে বলা হয়,জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যেখানে ১ম,২য় এবং ৩য় স্থান নির্ধারণ করেছেন সেখানে ২য় স্থান অর্জনকারীকে নিয়োগের সুপারিশ করার কোন সুযোগ থাকতে পারে না। নিয়োগ প্রক্রিয়াটি যথাযথভাবে হয়নি। নিয়োগ প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ। অধ্যক্ষ মহোদয়ের নিকট যোগাযোগ করলে তিনি প্রতিবেদনকে তুচ্ছতাচ্ছিল্য করে তা কলাপাতা হিসেবে উল্লেখ করেন। চলতি বছরের ১৬এপ্রিল জানতে পারলাম আঞ্চলিক পরিচালকের কুমিল্লা কার্যালয়ে ওই শিক্ষকের এমপিও কার্যক্রম প্রক্রিয়াধীন। যেখানে প্রতিবেদনে আঞ্চলিক পরিচালকের কার্যালয় নিয়োগ অবৈধ উল্লেখ করেছে সেখানে কিভাবে এমপিও দেয়ার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে? নিয়োগ বাতিল ঘোষণা করে এমপিও কার্যক্রম স্থগিত করা হোক।
তদন্ত কমিটির সদস্য মাউশি,কুমিল্লা অঞ্চলের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, নিয়োগ প্রক্রিয়া যে সঠিক হয়নি সেনিরিখে প্রতিবেদন দিয়েছি। সেটি আট বছর আগের ঘটনা। খেয়াল না থাকার কারণে হয়তো অভিযুক্ত শিক্ষকের এমপির বিষয়টি অগ্রসর হয়েছে। এবিষয়ে আমাদের ঊর্ধ্বতনদের সাথে কথা বলবো।
মাউশি,কুমিল্লা অঞ্চলের পরিচালক সোমেশ কর চৌধুরী বলেন,বিষয়টি আমাদের নজরে রয়েছে। কাগজপত্র দেখে বিস্তারিত বলতে পারবো।