পানের ঝুড়িতে ৫৪ হাজার ইয়াবা
প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি পানের ঝুড়িতে কৌশলে লুকিয়ে রাখা ৫৪ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা যুগিরখিল এলাকায় পিকআপ ভ্যান থেকে এসব ইয়াবার সঙ্গে পিকআপ ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। এ ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই পিকআপচালকের নাম মো. ইয়াসিন। তিনি ফটিকছড়ি নতুনপাড়া এলাকার বাসিন্দা। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
ত্রিনাথ সাহা জানান, শনিবার ভোরে যুগিরখিল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভ্যানের চালক, তাঁর সহযোগী ও পেছনে থাকা ৩ ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। ভ্যানটি তল্লাশি করে পানভর্তি ঝুড়ির ভেতর ৫৪ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে প্রযুক্তি ব্যবহার করে পিকআপ ভ্যানের চালক ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় চার ব্যক্তিকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আটক পিকআপ ভ্যানের চালক ইয়াসিনকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।