কর্মীর হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটনের হাতের আঙুল বিচ্ছিন্ন


কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. লিটন সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীর চাপাতির কোপে তাঁর বাঁ হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার দেবিদ্বার উপজেলার বাগুর বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্বেচ্ছাসেবক লীগের নেতার একসময়ের কর্মী কাউছার তাঁর ওপর হামলা করেন বলে অভিযোগ করেন স্বেচ্ছাসেবক লীগের নেতার ছোট ভাই সারোয়ার সরকার। আহত লিটন সরকার (৪৫) বাগুর গ্রামের মৃত আবদুল মজিদ সরকারের ছেলে। অন্যদিকে অভিযুক্ত কাউছার একই এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
আহত লিটনের ভাই সারোয়ার সরকার জানান, তাঁর ভাই লিটন সরকার বাগুর মসজিদে জোহরের নামাজ পড়ে বাগুর বাজারে সবজি কিনছিলেন। তখন কাউছার চাপাতি দিয়ে ভাইয়ের মাথায় কোপ দেন। তখন ভাই সরে গেলে কোপ বাঁ হাতে লাগে। এতে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং হাতে থাকা মুঠোফোন ভেঙে যায়। খবর পেয়ে ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। সন্ধ্যা সাতটায় তাঁর অস্ত্রোপচার শুরু হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত কাউছারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, হামলাকারী কাউছারের সঙ্গে লিটন সরকারের টাকাপয়সা লেনদেন-সংক্রান্ত দ্বন্দ্ব ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।