কুমিল্লায় ৫ সাংবাদিকের ওপর হামলা
প্রতিনিধি।।
কুমিল্লায় ৫ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। কোথাও শারিরীকভাবে আঘাত করা হয়েছে। কোথাও লাঞ্চিত করা হয়েছে। আবার কোথাও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (০৮ আগস্ট) কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা কর্মসূচিতে দায়িত্ব পালনকালে এসব হামলা ও লাঞ্চনার শিকার হন তারা। সব অভিযোগই সরকার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।