কুমিল্লায় এমপি বাহারের বাড়িতে আগুন,ভারতে পালিয়েছে অনেকে

 প্রতিনিধি।
কুমিল্লায় আওয়ামী লীগ অফিস ও এমপি বাহারের বাড়িতে আগুন লাগানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগের কমপক্ষে ১০০ নেতাকর্মী বিবির বাজার স্থল বন্দর দিয়ে ভারতে পালিয়েছে বলে জানা গেছে।

inside post


প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও সেনা প্রধানের ভাষণ শুনে কুমিল্লা নগরীতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। রাস্তায় নেমে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে বিজয় মিছিল করে রামঘাট মহানগর আওয়ামী লীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে নগরীর মুন্সেফবাড়ি এলাকায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলা হয় পুলিশ লাইনে।
এদিকে কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাজী গোলাম সারোয়ার শিপনসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায় হামলা হয়।
হামলা ও আগুন লাগানো হয় কুমিল্লা ক্লাবে। এদিকে বিবির বাজার স্থল বন্দরের দায়িত্বে থাকা পুলিশের এক কর্মকর্তা জানান, দুপুর থেকে বিবির বাজার স্থল বন্দর দিয়ে আওয়ামী লীগের কমপক্ষে ১০০ নেতাকর্মী ভারতে চলে যান।

আরো পড়ুন