অশোকতলায় সাবেক কাউন্সিলরের বাসায় ৬লাশ,সূচনার স্বামীর বাসায় যুবক নিহত
প্রতিনিধি।
কুমিল্লা নগরীর অশোকতলায় সাবেক কাউন্সিলর মোঃ শাহ আলমের তিনতলা বাসা থেকে সাতজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার রাত ৮টার দিকে বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়া হয়। মঙ্গলবার জানাযার নামাজ শেষে তাদের দাফন করা হয়। এছাড়া আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির মেয়ে সিটি মেয়র তাহসীন বাহার সূচনার স্বামী সাইফুল আলম রনির বাসায় হামলায় নাফিজুল আলম সামি (১৮) নামের একজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার একটু আগে অর্ধশতাধিক ব্যক্তি কুমিল্লা নগরীর অশোকতলায় সাবেক কাউন্সিলর শাহ আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় কয়েকজন বাড়িটির তিনতলায় যায়। অন্যরা বাড়িটির নিচতলায় আগুন লাগিয়ে দেয়। বাড়িটির তিনতলায় অবস্থানকারীরা ধোঁয়ায় শ^াস বন্ধ হয়ে কেউ আগুনে পুড়ে মারা যান।
আগুনে পুড়ে নিহতরা হলেন অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল(১৪), শাওন(১২), মাহফুজুর রহমান মুকুল (২২), রনি (১৬) ও মহিন (১৭)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। যাদের মধ্যে গুরুতর আহত একজনকে আইসিউতে রাখা হয়েছে।
এদিকে সোমবার বিকেলে কুমিল্লা নগরীর তালপুকুরপাড় এলাকায় আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির মেয়ে সিটি মেয়র তাহসীন বাহার সূচনার স্বামী সাইফুল আলম রনির বাসায় হামলা হয়। এসময় নাফিজুল আলম সামি (১৮) নামের একজন নিহত হন। এছাড়া চৌদ্দগ্রামে পুলিশের গুলিতে জামশেদ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সাইফুল আলম রনি জানান, সোমবার বিকেলে একদল লোক এসে তার বাসায় হামলা চালায়। এ সময় নাফিজুল আলম সামিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে। তাঁর বাড়ির মালামাল লুটপাট করা হয়।