কুমিল্লায় সার্ভেয়ারদের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি।।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেছে সার্ভে ডিপ্লোমাধারীরা। বুধবার তারা এই কর্মসূচি পালন করেন। বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র, পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বুধবার ২য় দিনের মতো এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার সার্ভেয়ার ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কবির আহমেদ, সেটেলমেন্ট সার্ভে সমিতির কুমিল্লা জেলা সভাপতি আব্দুল খালেক, সেটেলমেন্ট সার্ভে সমিতির সেক্রেটারি হেলাল উদ্দিন, বরুড়া উপজেলা সার্ভেয়ার রাসেল মাহমুদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা সার্ভেয়ার মিজানুর রহমানসহ সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কবির আহমেদ বলেন, সার্ভে ডিপ্লোমাধারীদের সাথে অন্যায্য আচরণ করছে সরকার। এ বৈষম্যমূলক আচরণ মেনে নেয়া যায়না। আমাদের দাবি সার্ভে ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডে উন্নীতকরণ ।

inside post
আরো পড়ুন