৩শতাধিক শিশু শিক্ষার্থীর হাতে হাতে সবজি বীজ

হাসিবুল ইসলাম সজিব।।

inside post

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ফুলকুঁড়ি চাইল্ড একাডেমির ৩শতাধিক শিক্ষার্থীর মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল ১০ ঘটিকায় সেরনেটি বুড়িচং- ব্রাহ্মণপাড়া ও গোমেতি সংবাদের আয়োজনে এই সবজি বীজ বিতরণ করা হয়।

একাডেমি আঙিনায় আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন গোমেতি সংবাদ সম্পাদক মোবারক হোসেন। সভাপতিত্ব করেন শশীদল ফুলকুঁড়ি চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ।

অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, এখন টিভির কুমিল্লার ব্যুরো প্রধান মোঃ খালেদ সাইফুল্লাহ, সপ্তাহিক আমোদ পত্রিকার অফিস রিপোর্টার হাসিবুল ইসলাম সজিব প্রমুখ।

এতে বক্তারা বলেন, শিশুরা হচ্ছে ফুল তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে বড় হয়ে তার সুবাস ছড়াবে। তেমনি বন্যা পরবর্তীকালীন সময়ে খাদ্যের সংকট কাটাতে সবজি বীজ রোপণ করা মাধ্যমে সবাইকে সহযোগিতা করবে।

আরো পড়ুন