ভিক্টোরিয়া কলেজে আজ চলছে ভোট উৎসব

 

inside post

প্রতিনিধি।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আজ চলছে ভোট উৎসব। ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। কলেজের শিক্ষক পরিষদের এ নির্বাচনে ৪ পদে প্রার্থী ৭ জন। তাদেরকে ভোট দিবেন কলেজের ১৬৮ জন শিক্ষক। এ ভোট উৎসে উৎফুল্ল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরাও।

গত ৮ অক্টোবর এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মো. খালেদ হোসেন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা হয়। মনোনয়নপত্র বিতরণ হয় ২৮ অক্টোবর। মনোনয়নপত্র জমা ও বাছাই হয় ২৯ অক্টোবর। সবশেষে প্রার্থী ৭জন। তাদের মধ্যে আজ হবে ভোটের লড়াই।

ভোটগ্রহণ হবে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ভোট গ্রহণের পরপরই গণনা শেষে করা হবে ফলাফল প্রকাশ। পরিষদের প্রার্থী হলেন, সম্পাদক পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম মিল্লাত মজুমদার ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিবুবুল হক ছোটন।
যুগ্ম-সম্পাদক পদে বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ মুনছুর হেল্লাল, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রিপন ভূইয়া।
যুগ্ম-সম্পাদক (মহিলা) পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার।
কোষাধ্যক্ষ পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন।

প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মো. খালেদ হোসেন খান বলেন, আমরা আশা করি সম্প্রীতি ও সৌহার্দের মধ্য দিয়ে একটি নির্বাচন হবে। সর্বশেষ ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত সম্পাদক হয়েছে ২০১৭ সালে।  ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের ঐতিহ্য ও সুনাম রয়েছে। আমরা সে ধারা অব্যাহত রাখতে চাই।

আরো পড়ুন