সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
প্রতিবেদক।।
কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচা মেলার আয়োজনে সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ফরিদা বিদ্যায়তন মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড় তপন ভট্টাচার্য। তিনি বলেন, কুমিল্লার ব্যাডমিন্টন খেলার সোনালী অতীত ফিরিয়ে আনতে নতুন প্রজন্মকে ব্যাডমিন্টন খেলায় উদ্বুদ্ধ করতে হবে এবং নিয়মিত চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলার যুগ্ম পরিচালক ড. আলী হোসেন চৌধুরী ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার কো-চেয়ারম্যান বদরুল হুদা জেনু।
অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর পুত্র জোনায়েদ মোস্তফা চৌধুরী ও শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মধুমিতা কচিকাঁচা মেলার পরিচালক অনিমা মজুমদার।
বদরুল হুদা জেনু জানান, এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়, এরমধ্যে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাডমিন্টন দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
গতকাল উদ্বোধনী পর্বে অংশগ্রহন করে রেলওয়ে পাবলিক স্কুল দল বনাম ফরিদা বিদ্যায়তন ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল বনাম শেখ ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুল।