পদ্মায় আনন্দে দিন কাটলো চিকিৎসকদের

হাসিবুল ইসলাম সজিব।।
প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠন ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম ‘এনডিএফ’ এর আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী নদী পদ্মা নদী এবং পদ্মা সেতুর সৌন্দর্য দেখার জন্য এ ভ্রমণের আয়োজন করা হয় ।

inside post

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা থেকে চাঁদপুর ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর ডাকাতিয়া হতে লঞ্চ যোগে মেঘনা নদী হয়ে পদ্মা নদীর চারপাশে সৌন্দর্য এবং পদ্মা সেতু দেখে পুনরায় চাঁদপুরে উদ্দেশ্যে রওনা হয়। দিনব্যাপী আনন্দ ভ্রমণে যাওয়ার সময় শিশু এবং নারীদের খেলাধুলা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে সবার জন্য ছিলো আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

এনডিএফ এর কয়েকজন সদস্য জানান, পদ্মায় মাছ ধরার নৌকা,  পানি ও নদীর পাড়ে সবুজ গাছ এক অপূর্ব দৃশ্য। যা আমাদের সবাইকে মুগ্ধ করেছে।

এনডিএফ কুমিল্লা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন হয়রানির কারণে এনডিএফ এতো বড় ভ্রমণের আয়োজন করতে পারিনি । দীর্ঘ ১৬ বছর পর এনডিএফ সকল সদস্য এবং পরিবারকে নিয়ে সুন্দর ভাবে আনন্দ ভ্রমণের আয়োজন করতে পেরেছি।

আরো পড়ুন