কুমিল্লা দুই ধর্মীয় গুরুর উপস্থিতিতে বাৎসরিক উৎসব উদযাপনের দাবি
অফিস রিপোর্টার।।
কুমিল্লা নগরীর রাণীরবাজারে অবস্থিত রাসস্থলী রামঠাকুর মন্দিরে দুইজন মোহন্ত মহারাজের(ধর্মীয় গুরু) উপস্থিতিতে বাৎসরিক উৎসব উদযাপনের দাবি উঠেছে। বৃহস্পতিবার কুমিল্লা রামঠাকুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। পরে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা পুলিশ প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন কুমিল্লা রাসস্থলী রক্ষা ও পুনঃ বিন্যাস কমিটির নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমিল্লা রাসস্থলী রক্ষা ও পুনঃ বিন্যাস কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা তারাপদ চক্রবর্তী , সদস্য সচিব কানাই লাল ঘোষ (কানাই), এডভোকেট মানিক চন্দ্র ভৌমিক, তাপস কুমার নাহা, সজল দত্ত, কমল চন্দ খোকন, পিংকু চন্দ, নারায়ণ চন্দ্র সরকার মালাই, পিয়াস সাহা, অরুণ ঘোষ, নারায়ণ মজুমদার ও স্বাগতম ঘোষ প্রমুখ। তারা বলেন,বিতর্কিত কমিটির উদ্যোগে আয়োজিত শুক্রবারের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করতে হবে। অন্যথায় অনাকাঙ্খিত ঘটনার আশংকা রয়েছে। তারা দুইজন মোহন্ত মহারাজের উপস্থিতিতে বাৎসরিক উৎসব উদযাপনের দাবি জানান।