চৌদ্দগ্রামে ইফতার সামগ্রী বিতরণ


উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম ।।
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারস্থ আবুল কাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় ৭০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পরে স্থানীয় মাদরাসায় শিক্ষক ও ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সাহাব উদ্দিন। আবুল কাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সুপ্রীমকোর্টের আইনজীবী ও মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুর রহমান, মোশারফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি হাসান মুহাঃ জহির, সাংবাদিক সানোয়ার হোসেন, যুবনেতা জামাল উদ্দিন, হোসাইন আহমেদ, মরহুম আবুল কাশেমের ভাই আবদুর রহিম, আবদুল করিম, জামাতা খুরশিদ আলম ও মামুনুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ নিজ বাড়িতে সুপ্রীমকোর্টের আইনজীবী ও মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেলের পিতা আবুল কাশেম ইন্তেকাল করেছেন। ওইদিন বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।