ঘোলপাশায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চৌদ্দগ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়ন ৭নং ওয়ার্ড(আমানগন্ডা) বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বিএনপি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী নুরু।
ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ রুহুল আমিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক চুট্টু। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন মেম্বার।
৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ আলম, ইসমাইল হোসেন, ঘোলপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক মোস্তফা কামাল, মোঃ মোস্তফা কামাল।