আইসিসির চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু
আমোদ ডেস্ক।।
চলতি বছরের জুলাই থেকে শূণ্য রয়েছে বিশ্ব-ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যানের পদ। দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে পয়লা জুলাই চেয়ারম্যানের পদ থেকে সরে দাড়ান শশাঙ্ক মনোহর। জুলাই থেকে চেয়ারম্যানের শূণ্যপদে অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করছেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা।
করোনা মহামারির কারণে নতুন চেয়ারম্যান নির্বাচনে উপায় খুঁজছিলো আইসিসি। অবশেষে ডিসেম্বরের মধ্যেই নয়া চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত সংস্থাটির। আইসিসিরি পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।
আইসিসির নিয়ম অনুযায়ী চেয়ারম্যান হতে হলে সম্ভাব্যপ্রার্থীকে অবশ্যই সাবেক অথবা বর্তমান বোর্ড পরিচালক হতে হবে। মনোনয়ন নিশ্চিত করতে হবে ১৮ অক্টোবরের মধ্যে।
চেয়ারম্যান পদ খালি হওয়ার পর থেকেই এ পদে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, ইসিবি চেয়ারম্যানের দায়িত্ব শেষ করা কলিন গ্রেভস, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ক্রেগ বারক্লে ও ক্যারিবীয় বোর্ডের সাবেক প্রধান ডেভ ক্যামেরুনের নাম নিয়েও আলোচনা চলছে।