গণশুনানি ছাড়া সেবার মূল্য বৃদ্ধিতে নগরবাসীর ক্ষোভ

 বেকারত্বের সনদ পেতে লাগবে ১৫০ টাকা!
 প্রতিনিধি।
কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে বেকারত্বের সনদ পেতে লাগবে একশ টাকা। সাথে অনলাইন আবেদন ৫০টাকা। এমন ঘোষণার পর সমালোচনা চলছে নগরীজুড়ে। সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন স্বাক্ষরিত নাগরিক সেবা ও সেবামূল্য তালিকা থেকে এই তথ্য জানা যায়। তালিকায় অন্য যেসব সেবার কথা উল্লেখ রয়েছে সেগুলোতেও সেবার মূল্য বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন নগরবাসী।
সেবামূল্য তালিকায় দেখা যায়, ক্রমিক নং ১৬ তে উল্লেখ করা হয়েছে বেকারত্ব সনদ নিতে আগে ২০ টাকা দিতে হতো। এখন লাগবে ১০০ টাকা। এছাড়া নাগরিক সনদ বাংলা ও ইংরেজিতে নিতে আগে ২০ টাকা ছিলো এখন ১০০ টাকা। চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ, বিবাহিত/অবিবাহিত, পুনঃবিবাহ না হওয়ার সনদ, মাসিক/বার্ষিক আয় প্রত্যয়ন, স্থায়ী বাসিন্দা, ভূমিহীন, একই নামের প্রত্যয়ন, বিবিধ প্রত্যয়ন, বাংলা ইংরেজি প্রত্যয়ন, পারিবারিক সনদপত্র, মৃত্যুর প্রত্যয়নপত্র, ক্ষমতাপত্র, অনাপত্তিপত্র, পি-ফরম(আপত্তি) (পৌরকর) আগে ছিলো ২০ টাকা। নতুন প্রদত্ত নাগরিক সেবা ও সেবামূল্যর তালিকায় ১০০ টাকা করা হয়েছে।
তবে জন্ম ও মৃত্য সনদ আগে ছিলো ৫০ টাকা। নতুন আদেশেও ৫০ টাকা, জন্ম ও মৃত্যুর সনদ, বয়স সংশোধন আগে ছিলো ৫০ টাকা, নতুন তালিকাতেও ৫০ টাকা রাখা হয়েছে।
নতুন এই সেবা তালিকা চলতি মাসের প্রথম দিন থেকে কার্যকর হয়েছে বলে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়।
নগরীর ২য় মুরাদপুরের বাসিন্দা রফিকুল ইসলাম সোহেল বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নাগরিকদের সাথে আলাপ না করেই একপেশে সব ধরণের নাগরিক সেবার মূল্য বৃদ্ধি করেছে। সেবার মান না বাড়লেও সেবার দাম ৫গুণের বেশি বেড়েছে। সবচেয়ে অমানবিক লাগছে বেকারত্ব সনদ নিতে লাগবে ১০০ টাকা! যে বেকার সে আবার টাকা পাবে কোথায়?
কুমিল্লা বাঁচাও মঞ্চের কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব মো. নাসির উদ্দিন বলেন, সেবার মূল্য ২০ টাকা থেকে ১০০ টাকায় বৃদ্ধি করা হয়েছে। কোনো রকম গণশুনানি ছাড়াই গ্রহণ করা হয়েছে অযৌক্তিক ও জনবিরোধী সিদ্ধান্ত। এই পদক্ষেপের প্রতিবাদ জানাই। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাই অবিলম্বে এই সেবা মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে পূর্ববর্তী মূল্য বহাল রাখা হোক। এখন কোন মেয়র বা কাউন্সিলর নেই। কর্মকর্তা কর্মচারীরা এই সিদ্ধান্ত নিতে পারেন না। এটা বাতিল না হলে আমরা আন্দোলনে যাবো।
সিটি কর্পোরেশনের সেবার মূল্য বৃদ্ধি নিয়ে সাংস্কৃতিক সংগঠক জামিল আহমেদ খন্দকার বলেন, গণশুনানী কিংবা একটা মুক্ত সভার আয়োজন ছাড়া সিটি কর্পোরেশন কিভাবে এমন একটি সিদ্ধান্ত নিতে পারে? এবিষয়টি কর্তৃপক্ষ পুনরায় বিবেচনা করবেন বলে আশা করছি।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ছামছুল আলম জানান, এ বিষয়ে মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের কোথাও ২০ টাকা ৫০ টাকা দিয়ে কি সেবা নেয়া যায় ? বেকারত্বের সনদ পেতে ১০০ টাকা লাগবে এমন প্রশ্নে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এখন কয়জন বেকার এসেছেন সনদ নিতে এসেছে?

inside post
আরো পড়ুন