প্রতীকের আড়ালে ভূ-রাজনীতি


মনোয়ার হোসেন রতন ।।
নৌকা–ধানের শীষ–শাপলা—সব কি আইওয়াশ?
বাংলাদেশ কেন আজ উদ্বিগ্ন
বাংলাদেশের রাজনীতি আজ এমন এক অদ্ভুত ও জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে নির্বাচন, প্রতীক, গণতন্ত্র—সবই যেন এক গভীর ভূ-রাজনৈতিক খেলায় রূপ নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা শক্তির দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক আগ্রহ, সামরিক জোট, বাণিজ্যিক চাপ এবং রাজনৈতিক “ইঞ্জিনিয়ারিং”-এর অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, বিশেষ করে নির্বাচনী প্রতীককে ঘিরে বিতর্ক ও পুনর্বিন্যাস, অনেক বিশ্লেষকের কাছে একধরনের “আইডেন্টিটি ওয়াশ” বা রাজনৈতিক আড়াল হিসেবে মনে হচ্ছে।
বাংলাদেশের সাধারণ মানুষের কাছে প্রতীক শুধু নির্বাচন কমিশনের বরাদ্দকরা চিহ্ন নয়; এটি পরিচয়, ইতিহাস, সংগ্রাম, আবেগ এবং রাজনৈতিক স্মৃতির একটি অংশ। অথচ এই প্রতীকগুলো আজ ক্রমাগত প্রশ্নবিদ্ধ হচ্ছে—এগুলো কি সত্যিই আমাদের নিজস্ব রাজনৈতিক প্রক্রিয়ারই অভিব্যক্তি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনও আন্তর্জাতিক কূটনৈতিক উদ্দেশ্য?
এই প্রশ্ন থেকেই আমার এই প্রবন্ধ।